গড়িনাবাড়ী ইউনিয়ন পরিষদ প্রাণী সম্পদ
প্রাণী চিকিৎসক : মো: ইকবাল হোসেন, গ্রাম: মুড়াবাড়ী, ডাকঘর: ফুটকিবাড়ী, উপজেলা: পঞ্চগড় সদর, জেলা: পঞ্চগড়।
মোবাইল নং ০১৭৩৮২৫৬৫৩৪
লাভজনক ভাবে দুগ্ধ খামারের জন্য উন্নত দেশী গাভী বা দেশী ফ্রিজিয়ান সংকর জাতের গাভী দিয়ে খামার শুরু করতে হবে । এ সমস্ত জাতের গাভী দৈনিক ৭-১০ লিটার পর্যন্ত দুগ্ধ প্রদান করতে সক্ষম এবং আমাদের দেশের আবহাওয়ার সাথে মানানসই। এ সমস্ত গাভীর উৎপাদন জনিতে প্রতিবন্ধকতাসমূহ খুব অল্প থাকে বিধায় স্বাস্থ্যসন্মত পরিবেশ প্রদান করলে অধিক দুগ্ধ প্রাপ্তি সম্ভব হয় ।
গাভীর প্রজনন ব্যবস্থাপনাঃ
গবাদি প্রাণীর প্রজননের জন্য ২ টি পদ্ধতি গ্রহণ করা হয় । যেমন-
১) প্রাকৃতিক প্রজনন ও ২) কৃতিম প্রজনন ।
১. প্রাকৃতিক প্রজননঃ
যে পদ্ধতিতে ষাঁড় দিয়ে সরাসরি ডাকে আসা গাভী/ বকনাকে পাল দেয়া হয় , তাঁকে প্রাকৃতিক প্রজনন বলে । গ্রামাঞ্চলে এ পদ্ধতিতে প্রজনন করানো হয় । এ দেশের ষাঁড় অনুন্নত জাতের বিধায় এ প্রজননের ফলে উন্নত গরু পাওয়া যায় না ।
২. কৃত্রিম প্রজননঃ
যে পদ্ধতিতে কৃত্রিম উপায়ে উন্নত জাতের ষাঁড় থেকে বীর্য সঙ্গগ্রহ করে বৈজ্ঞানিক উপায়ে পরীক্ষা- নিরিক্ষা করে নির্দিষ্ট মাত্রার সেই সিমেন গরম হওয়া বা ডাকে আসা বকনা/ গাভীর জরায়ুতে প্রবেশ করানো হয় তাঁকে কৃত্রিম প্রজনন বলা হয় ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস